Home » কুমিল্লার বুড়িচংয়ে ফুটল পদ্ম, কবির কবিতার মতো রূপে ভরে উঠল জলাশয়

কুমিল্লার বুড়িচংয়ে ফুটল পদ্ম, কবির কবিতার মতো রূপে ভরে উঠল জলাশয়

0 মন্তব্য গুলি 3 জন দেখেছে 1 মিনিট পড়েছেন
ChatGPT said:

তৃণমূলের সংবাদ ডেস্ক:
কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’ কবিতায় প্রেমিকা বরুনার জন্য ১০৮টি নীলপদ্ম খুঁজে আনার কথা উল্লেখ আছে। কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের জলাশয়ে সেই পদ্ম ফুটেছে।

জলাশয়ে ফুটে থাকা পদ্ম শুধু দৃশ্যত সুন্দর নয়, এর থেকে মৌমাছি মধু আহরণ করে, খাবার ও ওষুধে ব্যবহার হয়। তবে পরিবেশগত হুমকির কারণে পদ্মের আবাসস্থল সংকুচিত হচ্ছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, পদ্ম হলো বিশ্বের সবচেয়ে প্রাচীন জলজ উদ্ভিদের মধ্যে একটি। এটি কার্বন-ডাই অক্সাইড শোষণ, ভারি ধাতু শোধন এবং পানির মান উন্নয়নের ক্ষেত্রে অতি কার্যকর। বৈশ্বিক বাজারে পদ্মের মূল্য বর্তমানে ২৫ হাজার কোটি টাকার বেশি।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ইসলাম জানিয়েছেন, “দক্ষিণ গ্রামের জলাশয়ে পদ্মের খবর প্রতিদিন নজর রাখা হচ্ছে। প্রতিদিন অনেক মানুষ পদ্ম দেখতে আসে। এখন পদ্ম নিয়ে গবেষণা চলছেই, এর সুফল কামনা করছি।”

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন