বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে তারুণ্যের উৎসবে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চতুর্থ দিনের খেলায় কামারখন্দের বিরুদ্ধে ১-০ গোলের জয় নিয়ে সেমিফাইনালে উল্লাপাড়া। শনিবার বিকেলে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রতিদ্ব্দ্বীতাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমনে ২ দলই বেশ কয়েকটি গোলের সুযোগ পায়। তবে প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। খেলার দ্বিতীয়ার্ধেও আক্রমণ পাল্টা আক্রমণে উপভোগ্য হয়ে হঠে এ ম্যাচ। শেষ মুহুর্তে হাসানের গোলে বিজয়ী হয় উল্লাপাড়া। এ খেলায় একমাত্র গোলদাতা হাসান ম্যান অব দ্য ম্যচ নির্বাচিত হয়। উল্লাপাড়া উপজেলার নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিতরণ করেন। এ সময় জেলা প্রকাশক কার্যালয়ের সহকারী কমিশনার মহসিন খন্দকার, জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহী, সদর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন ও সজিব সরকার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তারুণ্যের উৎসবে এ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
4
পূর্ববর্তী পোস্ট