বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ বলেছেন, আল্লাহ
ছাড়া কেউ জানে না কে জান্নাতে যাবে। “ভোট দিলে পাল্লায়, পাবে আল্লাহ”এ কথা
বলা শিরকের শামিল। তাই এমন কথায় মানুষকে বিভ্রান্ত করা ইসলামের শিক্ষা বিরোধী।
শনিবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে
জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখার আয়োজনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি
আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে একটি দল জান্নাতের টিকিট বিক্রির
মতো প্রচারণা শুর“ করেছে। যা ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে জনগণকে ধোঁকা দেয়ার
শামিল। ওলামা দল শুধু উপদেশ দেয় না, কাজের মাধ্যমে তার প্রমাণ দেয়। বিএনপির এখন
সবচেয়ে বেশি প্রয়োজন ওলামা দলের নৈতিক দিকনির্দেশনা। দেশের আলেম-ওলামারা
জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন। আজ কিছু মানুষ ইসলামকে ব্যবহার করে
জান্নাতের টিকিট বিক্রির নামে ভন্ডামি করছে। তারা মুনাফিক ছাড়া কিছুই নয়।
ওলামা দল সিরাজগঞ্জ শাখার আহ্ধসঢ়;বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মো.
আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয়
কমিটির সদস্য সচিব এ্যাডঃ কাজী মাওলানা মো. আবুল হোসেন এবং বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বা”চু, কেন্দ্রীয়
ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্ধসঢ়;বায়ক কাজী মাওলানা মো. আলমগীর হোসেন, যুগ্ম
আহ্ধসঢ়;বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সদস্য কাজী মাওলানা মো. মশিউর
রহমান রহমান, শেখ মো. এনামুল হক প্রমূখ। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি
আলহাজ মো. মকবুল হোসেন চৌধুরী, গাজী আজিজুর রহমান দুলাল, যুগ্ম সম্পাদক
সাংবাদিক হার“ন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট,
আলমগীর আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, হাফেজ মাওলানা মো. জসিম উদ্দিন, ক্বারী
মাওলানা মো. জসিম উদ্দিন, হাফেজ মাওলানা মো. নূরনবী হোসাইনী প্রমূখ উপ¯ি’ত
ছিলেন। এ অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
আল্লাহ ছাড়া কেউ জানে না, কে জান্নাতে যাবে -রুমানা মাহমুদ
1
পূর্ববর্তী পোস্ট