Home » আবারও উৎপাদনে ফিরেছে নীলফামারীর উত্তরা ইপিজেড

আবারও উৎপাদনে ফিরেছে নীলফামারীর উত্তরা ইপিজেড

0 মন্তব্য গুলি 6 জন দেখেছে 2 মিনিট পড়েছেন

নীলফামারীর উত্তরা ইপিজেডে টানটান উত্তেজনা, সংঘর্ষে হতাহতের ঘটনায় দুই দিন বন্ধ থাকার পর অবশেষে কাজে ফিরেছেন শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার ভোর থেকেই কাজে যোগ দিতে ইপিজেডের প্রধান ফটকে ভিড় করতে থাকেন শ্রমিক-কর্মচারীরা। এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর টহলও জোরদার করা হয়েছে। শ্রমিকদের ২৩ দফা দাবি মেনে নিয়ে গত বুধবার রাতেই ইপিজেড খোলার ঘোষণা দেন উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার।

তিনি জানান, আলোচনায় শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, তাই বৃহস্পতিবার থেকে কারখানাগুলো চালু করা হয়। এর আগে মঙ্গলবার শ্রমিক নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বুধবার সারাদিন বন্ধ থাকে উত্তরা ইপিজেডের ২৪টি কারখানা। এরপর বুধবার বিকাল ৩টা থেকে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, বেপজা কর্তৃপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে প্রায় সাড়ে ৫ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়।

  • শ্রমিকদের ২৩ দফা মেনে নিয়েছে কর্তৃপক্ষ

  • ঘটনা তদন্তে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

বৈঠক শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার জানান, শ্রমিকদের ২৩ দফা দাবি মেনে নেওয়া হয়েছে এবং উৎপাদন তথা কারখানাগুলো চালু করার সিদ্ধান্ত হয়েছে। তিনি নিহত শ্রমিকের ব্যাপারে দুঃখ প্রকাশ করে বলেন, নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এ ছাড়া নিয়মানুযায়ী তাদের সব পাওনা পরিশোধ করা হবে। ভবিষ্যতে যাতে আর এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় উপস্থিত রাজনৈতিক দলের নেতারা বলেন, সংঘর্ষের ঘটনায় কোনো শ্রমিকের বিরুদ্ধে মামলা হবে না এবং শ্রমিকরা যেন নিশ্চিন্তে কাজে ফিরতে পারেন, সে নিশ্চয়তা দেওয়া হয়েছে। নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা, আহতদের উন্নত চিকিৎসা এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে লিখিত চুক্তির সিদ্ধান্ত হয়।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলোর বেশির ভাগ কারখানার মালিকরা মেনে নিয়েছেন। এ কারণে বৃহস্পতিবার সব কারখানা খুলেছে। এভারগ্রীনের সঙ্গে বেপজার কিছু চুক্তি হবে। এ কারণে এভারগ্রীন বৃহস্পতিবার খুলবে না। তবে শনিবার থেকে তারা খুলবে। তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় বেপজার পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উত্তরা ইপিজেডের এভারগ্রীন কারখানা হঠাৎ বন্ধ এবং শ্রমিক ছাঁটাইয়ের জেরে শ্রমিকদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষ হয়। এতে হাবিব ইসলাম নামের এক শ্রমিক নিহত হন। আহত হন বেশ কয়েকজন শ্রমিক, পুলিশ ও সেনাসদস্য।

banner

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন