তৃণমূলের সংবাদ ডেস্ক ✍️
ভারতের সুপ্রিম কোর্টে বিচার চলাকালে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইকে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছেন বয়স্ক এক ব্যক্তি। সোমবার সকালে বেঞ্চে দিনের প্রথম শুনানি শুরু হওয়ার পরপরই এই ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা ওই ব্যক্তিকে হেফাজতে নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জুতা নিক্ষেপের আগে তিনি চিৎকার করে বলেন, ‘ভারত সনাতনের অপমান সহ্য করবে না।’ তবে জুতাটি প্রধান বিচারপতিকে আঘাত করেনি।
আদালতের নিরাপত্তা সূত্রে জানা গেছে, জুতা নিক্ষেপকারী ব্যক্তির নাম কিশোর রাকেশ। তার কাছে থাকা ‘প্রক্সিমিটি কার্ড’ সাধারণত শীর্ষ আদালতের আইনজীবী বা ক্লার্কদের দেওয়া হয়। কেন তিনি এমন আচরণ করেছেন তা এখনো স্পষ্ট নয়; তাকে জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা সংস্থা।
ঘটনার সময় আদালতকক্ষে উপস্থিত এক আইনজীবী বলেন, “প্রধান বিচারপতির প্রতিক্রিয়া ছিল শান্ত, তিনি স্বাভাবিকভাবেই শুনানি চালিয়ে যান।”