তৃণমূলের সংবাদ ডেস্ক:
টানা ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে এবং দুধকুমার নদীর পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে পানি বৃদ্ধি পেলেও ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এসব নদীর দুই তীরবর্তী নিম্নাঞ্চলে রোপা আমন, সবজি ও মাসকালাইসহ নানা ফসল পানিতে তলিয়ে গেছে। এতে খাল-বিল ও নিচু এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টি ও ঢলের কারণে এ পর্যন্ত জেলায় ১ হাজার ২২৭ হেক্টর ফসলি জমি পানির নিচে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে রোপা আমন ৯৮৭ হেক্টর, বিভিন্ন শাকসবজি ১৯১ হেক্টর এবং মাসকলাই ৪৯ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টি ও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। এতে কৃষকরা চরম ভোগান্তিতে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।