তৃণমূলের সংবাদ ডেস্ক:
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুসের সোমবার (১০ অক্টোবর) রাতে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ৩ হাজার ১৫০ টাকা। এতে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭২৬ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে ৪ অক্টোবরও প্রতি ভরিতে ২ হাজার ১৯৩ টাকা দাম বাড়ানো হয়েছিল।
নতুন দর অনুযায়ী—
-
২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭২৬ টাকা
-
২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা
-
১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা
-
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৩ হাজার ৬২৮ টাকায়—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।