Home » তারুণ্যের উৎসব: জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ – ময়মনসিংহে নাটকীয় ড্রয়ে সিরাজগঞ্জের গৌরবময় লড়াই

তারুণ্যের উৎসব: জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ – ময়মনসিংহে নাটকীয় ড্রয়ে সিরাজগঞ্জের গৌরবময় লড়াই

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

ক্রীড়া প্রতিবেদক: এ্যাড. মিঠুন রহমান

রূপকথার গল্পেও এত নাটকীয়তা দেখা যায় না — এমনই এক রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয়েছিল ময়মনসিংহ ও সিরাজগঞ্জ জেলা দল। জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এই ম্যাচে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের মাঠ ছিল টানটান উত্তেজনায় ভরপুর।

খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবলে মনোযোগী ছিল। দুইবার পিছিয়ে পড়েও সিরাজগঞ্জের ছেলেরা জানপ্রাণ বাজি রেখে অসাধারণ প্রত্যাবর্তন ঘটায়। প্রতিপক্ষের গায়ের জোরের ফুটবল ও বারবার উত্তেজিত প্রতিক্রিয়ার মাঝেও তারা বুক চিতিয়ে লড়ে গিয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত।

banner

রেফারির পারফরম্যান্সও আলোচনায় আসে — দর্শকদের ভোটে তিনিই নির্বাচিত হন আজকের ম্যান অব দ্য ম্যাচ! স্বাগতিক ময়মনসিংহ দলকে জেতানোর সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ভাগ্য ও আল্লাহর মেহেরবানিতে সিরাজগঞ্জ দল অবিচল ছিল শেষ পর্যন্ত।

ফাইনাল স্কোর: ময়মনসিংহ ২ – ২ সিরাজগঞ্জ
এই ড্র-ই যেন বিজয়ের আরেক নাম হয়ে উঠেছে সিরাজগঞ্জের জন্য — এক অদম্য মনোবল ও ঐক্যের প্রতীক।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন