Home » উল্লাপাড়ার গোহালা নদী ইজারা বাতিল ॥ প্রশাসন প্রশংসিত

উল্লাপাড়ার গোহালা নদী ইজারা বাতিল ॥ প্রশাসন প্রশংসিত

0 মন্তব্য গুলি 1 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের সরকারি আইন উপক্ষো করে উল্লাপাড়া উপজেলার গোহালা নদী ইজারা
অবশেষে বাতিল করা হয়েছে। ¯’ানীয় মসজিদ কমিটি উপজেলা প্রশাসনের নির্দেশে
মাইকিং করে এ ইজারা বাতিলের ঘোষণা দিয়েছে। মাত্র ১ দিন পর ইজারা বাতিল করায়
প্রশাসন এলাকায় প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার
উধুনিয়া বাজার জামে মসজিদ কমিটি উন্নয়নের জন্য ওই নদীর আড়াই কিঃ মিটার
অংশ সরকারি নিয়ম উপেক্ষা করে বৃহস্পতিবার দুপুরে উন্মুক্ত দরে ইজারা দেয়া হয় এবং
একই গ্রামের ইউসুফ আলী মোল্লা সর্বো”চ ১ লাখ ৬২ হাজার টাকায় ইজারা নেন । এ
ইজারায় শর্ত ছিল ইজারাদারের টাকা পরিশোধ না করে কেউ এ নদী ব্যবহার করতে পারবে
না। এ নিয়ে ¯’ানীয় শতাধিক জেলে নদীর ওই অংশে মাছ শিকার নিয়ে দুশ্চিন্তার সৃষ্টি
হয়। এ ঘটনায় ¯’ানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন এবং উপজেলা
প্রশাসন দ্রুত মসজিদ কমিটিকে টাকা ফেরত ও মাইকিং করে ইজারা বাতিল করার
নির্দেশ দেন। এ নির্দেশে মসজিদ কমিটি শনিবার সকালে ইজারা বাতিলের মাইকিং
করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন,
কেউ নদী ইজারা দেয়ার কোনো সুযোগ নেই। সরকারি আইন উপেক্ষা করে কেউ
বেআইনী করলে অপরাধ হিসেবে গন্য হবে। এ বিষয়ে জানার পর ওই ইজারা বাতিলের
নির্দেশ দেয়া হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যব¯’া নেয়া হতে
পারে বলে তিনি উল্লেখ করেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন