বিশেষ প্রতিবেদকঃ
যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় সামাজিক
যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ ভিকটিমকে খুজছে
এবং ডাকাতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার রাতে
যমুনা সেতু পশ্চিম মহাসড়ক এলাকায় ডাকাতেরা চলন্ত প্রাইভেটকার থামিয়ে
লুটপাটের ঘটনা ঘটায়। প্রাথমিকভাবে ধারণা করা হ”েছ ঝাঐল ওভার ব্রীজ এলাকায় এ
ডাকাতির ঘটনাটি ঘটতে পারে। ঘটনার সময় পেছনে একটি প্রাইভেট কার থেকে ফজলে
রাব্বি নামে এক ব্যবসায়ী মোবাইলে ডাকাতির ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে
আপলোড করেন। মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে এক ডাকাত
পাঞ্জাবি পরা বয়স্ক একজনকে আঘাত করছিল। পুলিশ এখনও এ ডাকাতির ঘটনার রহস্য
উদঘাটন করতে পারেনি। এখন পর্যন্ত কোন ভিকটিমও অভিযোগ করেনি। অনেক পুলিশ
কর্মকর্তা বলছেন, রাতে মহাসড়ক জুড়ে পুলিশের টহল জোরদার করা হয়ে থাকে। এ বিষয়ে
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান বলেন, প্রাইভেটকারে ডাকাতির ঘটনায়
ভিকটিমকে খুজে পা”িছ না এবং এ ঘটনায় জড়িত ডাকাতদের কোঁজা হ”েছ। তবে এ
ঘটনাটি যমুনা সেতুর এপার না ওপার সে বিষয়েও তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।