Home » জামায়াতে ইসলামী: আমির পদে নতুন নির্বাচনের কৌতূহল

জামায়াতে ইসলামী: আমির পদে নতুন নির্বাচনের কৌতূহল

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

 তৃণমূলের সংবাদ

জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডা. শফিকুর রহমানের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হচ্ছে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে দলের নতুন আমির নির্বাচিত করতে হবে। এ নিয়ে দল এবং জনমনে কৌতূহল জাগছে—ডা. শফিকুর রহমান কি তৃতীয় মেয়াদে থাকবেন, নাকি আসছে নতুন নেতৃত্ব?

ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের অবস্থা শক্তিশালী হয়েছে। তার সংস্কারমুখী ও যুগোপযোগী ভাবনা, কথা ও কাজের কারণে তিনি দলের অভ্যন্তরীণ ও বাহ্যিক সব স্তরে জনপ্রিয়। তাই দলের রুকনরা (সদস্য) বৃহৎ স্বার্থে তাকে পুনঃনির্বাচিত করতে পারেন—এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংগঠনগুলোর মেয়াদ তিন বছর। তিন বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী তিন বছরের জন্য নির্বাচন সম্পন্ন হয়। এর মধ্যে প্রধান নির্বাচন হলো ‘আমিরে জামায়াত’। এছাড়া কেন্দ্রীয় মজলিসে শূরা, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হয়।

banner

জুবায়ের বলেন, “আমাদের পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমিরে জামায়াত এবং কেন্দ্রীয় মজলিসে শূরা নির্বাচনের আয়োজন করতে পারবেন। এরপর ডিসেম্বরের মধ্যে শপথ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।”

ইতিহাসের প্রেক্ষাপট
জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ উপনিবেশকালে ভারতের লাহোরে মাওলানা মওদূদীর নেতৃত্বে। তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশে এ পর্যন্ত ছয়জন আমির নির্বাচিত হয়েছেন—

  • ১৯৫৬-১৯৬০: মাওলানা আবদুর রহিম

  • ১৯৬০-১৯৭১ ও ১৯৯২-২০০০: অধ্যাপক গোলাম আযম

  • ১৯৭৯-১৯৯২: আব্বাস আলী খান (ভারপ্রাপ্ত)

  • ২০০০-২০১৬: মতিউর রহমান নিজামী

  • ২০১৬-২০১৯: মকবুল আহমদ

  • ২০১৯-বর্তমান: ডা. শফিকুর রহমান (দুটি টানা মেয়াদ)

বর্তমানে দলের সকল নজর আগামী অক্টোবর-নভেম্বরের নির্বাচনের দিকে এবং ডিসেম্বরের মধ্যে নতুন আমিরের শপথ গ্রহণের দিকে কেন্দ্রীভূত।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন