Home » শুবমান গিলের টস দুর্ভাগ্য: ছয় টেস্টে টানা হেরলেন ভারতের তরুণ অধিনায়ক

শুবমান গিলের টস দুর্ভাগ্য: ছয় টেস্টে টানা হেরলেন ভারতের তরুণ অধিনায়ক

0 মন্তব্য গুলি 3 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

ভারতের তরুণ অধিনায়ক শুবমান গিল টানা ছয়বার টেস্টে টস হেরে ইতিহাসে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়েছেন। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচে টস হেরার পরে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টস হেরে গেলেন তিনি।

গিল এখন নিউজিল্যান্ডের টম ল্যাথামের সমান অবস্থানে পৌঁছেছেন, যিনি অধিনায়কত্ব শুরুতে ছয়বার টস হেরেছিলেন। ভারতের সাবেক কিংবদন্তি কপিল দেব ছিলেন পাঁচ টস হারিয়ে। টস দুর্ভাগ্যের রেকর্ড এখনও ধরে রেখেছেন নিউজিল্যান্ডের বেন কংডন, যিনি টানা সাতবার হেরেছিলেন।

২০২৫ সালে ভারতীয় দলের জন্য ক্রিকেটের সাফল্যের বছর হলেও, টসে দিক থেকে হতাশাজনক সময় কাটছে। এশিয়া কাপের আগে ভারতের টানা ১৫ বার টসে হারের অভিজ্ঞতা ছিল। তবে উদ্বোধনী ম্যাচে সূর্যকুমার যাদবের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তে টসে জয় পেয়ে দুর্ভাগ্য ভাঙে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন