তৃণমূলের সংবাদ ডেস্ক:
শাপলা প্রতীক থেকে সরে এসে বিকল্প প্রতীক বেছে নিতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কলম, মোবাইল ফোন, কম্পিউটার, সোফাসহ ৫০টি প্রতীক থেকে ৭ অক্টোবরের মধ্যে তাদের একটি বেছে নিতে হবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এ বিষয়ে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, এনসিপি নিবন্ধনের আবেদনপত্রে প্রথমে প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল ফোনের নাম দিলেও পরে তা পরিবর্তন করে শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা চায়। কিন্তু নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুযায়ী শাপলা প্রতীক অনুমোদিত তালিকায় নেই।
তবে আইন অনুযায়ী কোনো নিবন্ধিত দলের সব প্রার্থীকে নির্ধারিত তালিকার একটি প্রতীক বরাদ্দ দিতে হবে। আর নির্বাচিত প্রতীক ভবিষ্যতেও সেই দলের জন্য সংরক্ষিত থাকবে, যদি না দলটি অন্য প্রতীকের জন্য আবেদন করে।
এ অবস্থায় নির্বাচন কমিশনের তালিকা থেকে শাপলা বাদ দিয়ে নতুন প্রতীক বেছে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যে ৫০টি প্রতীক থেকে এনসিপিকে বাছাই করতে বলা হয়েছে তার মধ্যে রয়েছে— আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, কলম, তরমুজ, বাঁশি, লাউ, চিংড়ি, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, এনসিপি শুরুতে শাপলা, কলম ও মোবাইল ফোন চাইলেও পরে সংশোধন করে শাপলার বিভিন্ন ধরন চাইতে থাকে। কিন্তু শাপলা প্রতীক অনুমোদিত তালিকায় না থাকায় সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়।