তৃণমূলের সংবাদ ডেস্ক :
সারাদেশে আরও দুই থেকে তিনদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর ৭ অক্টোবর থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। এই সময়ে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বেশি হবে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশীদ এ তথ্য জানান।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। বর্তমানে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
লঘুচাপের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ সময় মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাতের ধারা
-
২ অক্টোবর: দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
-
৩ অক্টোবর: একই ধরনের আবহাওয়া থাকবে এবং সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
-
৪ অক্টোবর: রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ সম্ভাবনা রয়েছে।
-
৫ ও ৬ অক্টোবর: রংপুরের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
-
৭ অক্টোবর থেকে: বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে শুরু করবে।