Home » ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, মোট প্রাণহানি ২০২

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, মোট প্রাণহানি ২০২

0 মন্তব্য গুলি 1 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক :
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে জানানো হয়, মারা যাওয়া দুজনের একজন নারী ও একজন পুরুষ। তাঁদের মধ্যে একজন ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে এবং অন্যজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃতদের বয়স যথাক্রমে ২৭ ও ১৬ বছর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে এ বছরের মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৪৮ হাজার ২২৮ জনে।

banner

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের সেপ্টেম্বরে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী ভর্তি হন এবং ৭৬ জনের মৃত্যু হয়।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন