তৃণমূলের সংবাদ ডেস্ক :
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত বুধবার রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়— সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য নারী ও শিশুসহ কয়েকজনকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে আটকে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়। এসময় ২১ জনকে উদ্ধার করা হলেও পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মানবপাচার রোধে কোস্টগার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।