Home » পুতিন ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করবেন না: ক্রেমলিন

পুতিন ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করবেন না: ক্রেমলিন

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট চালাবেন না বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। রুশ বার্তা সংস্থা তাস-কে তিনি এ তথ্য জানান।

পেসকভ বলেন, “প্রেসিডেন্ট ক্রেমলিনের আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিত আছেন, তবে নিজে সরাসরি যুক্ত হতে চান না।”

মুখপাত্রের মতে, ক্রেমলিনের কর্মীরা নিয়মিতভাবে পুতিনকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন। এছাড়া পরিবার ও ঘনিষ্ঠজনেরাও মাঝে মাঝে অনলাইনের বিভিন্ন তথ্য তাকে শেয়ার করেন।

banner

২০১৭ সালে পুতিন নিজেই জানিয়েছিলেন, তার ব্যস্ত সময়সূচির কারণে ইন্টারনেট ব্রাউজ করার সময় নেই। অল্প কিছু অবসর তিনি ব্যয় করেন শরীরচর্চা, সংগীত শোনা বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে। তিনি তখন বলেন, “আমি সময়কে এমনভাবে ভাগ করি, যাতে সৃজনশীল বিকাশের সুযোগ থাকে। সংগীত শোনা, খেলাধুলা বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া—এসব না করলে সময়ের মানে থাকে না।”

পুতিন মোবাইল ফোন ব্যবহারে অনাগ্রহী হিসেবে পরিচিত। তার সমর্থকদের মতে, এটি তার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ২০১৫ সালে এনএসএ হুইসেলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিতে উঠে আসে, যুক্তরাষ্ট্র বিদেশি নেতাদের ফোনে নজর রাখত, এমনকি জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলসহ ঘনিষ্ঠ মিত্রদেরও।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন