Home » চীন, সৌদি ও মরক্কো থেকে ২ লাখ ১০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত সরকারের

চীন, সৌদি ও মরক্কো থেকে ২ লাখ ১০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত সরকারের

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক:

সরকার চীন, সৌদি আরব ও মরক্কো থেকে মোট ২ লাখ ১০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ব্যয় হবে এক হাজার ৭১৪ কোটি ৫১ লাখ ৯১ হাজার ৪৮০ টাকা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়, যা যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় চীনের ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। এর ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৮ কোটি ৮৩ লাখ টাকা। প্রতি টন ডিএপি সারের দাম ধরা হয়েছে ৭৭২ দশমিক ৫০ ডলার।

এ ছাড়া মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর ব্যয় হবে ২১৫ কোটি ২৮ লাখ টাকা। একই প্রতিষ্ঠানের সঙ্গে নবায়িত চুক্তির আওতায় আরও ৪০ হাজার টন টিএসপি সার এবং ৪০ হাজার টন ডিএপি সার আমদানির সিদ্ধান্তও অনুমোদন দিয়েছে কমিটি। এতে অতিরিক্ত কয়েকশ কোটি টাকা ব্যয় হবে।

banner

পাশাপাশি সৌদি আরব থেকেও রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় বিপুল পরিমাণ সার আমদানি করা হবে।

সব মিলিয়ে চীন, সৌদি আরব ও মরক্কো থেকে মোট ২ লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে, যাতে সরকারের ব্যয় হবে এক হাজার ৭১৪ কোটি টাকারও বেশি।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন