বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি-পাঁচিল বাজার সড়কের জয়পুর খালের উপর ১
কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ করা হয়েছে। এ ব্রিজের নির্মিত সংযোগ সড়ক
ভেঙে পড়েছে। এতে প্রায় ১৫ গ্রামের মানুষের চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট
সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট
নির্মাণ প্রকল্পের আওতায় জনস্বার্থে ওই স্থানে ব্রিজ নির্মাণে ১ কোটি ৬ লাখ ৩৮
হাজার টাকা বরাদ্দ দেয়া হয় এবং ২৪-২৫ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার
(কাবিখা ও কাবিটা) প্রকল্পের আওতায় ৬ লাখ ৩০ হাজার ৯১৬ টাকা ব্যয়ে ওই ব্রিজের
সংযোগ (সিসিকরণ) সড়ক নির্মাণে বরাদ্দ দেয়া হয়। এ ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট
বিভাগ দরপত্র আহবান করেন। সরকারি বিধিমতে নির্বাচিত ঠিকাদারী প্রতিষ্ঠান ব্রিজ
নির্মাণে কাজ শুরু করে। ওই বিভাগের তদারকির মাধ্যমে উল্লেখিত টাকা ব্যয়ে ব্রিজ
নির্মাণ কজা শেষ করা হয় এবং কাবিখা ও কাবিটা প্রকল্পের আওতায় উল্লেখিত টাকা
ব্যয়ে ওই ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করা হয়। এ সংযোগ সড়কের নির্মাণের
প্রথম মাসেই সংযোগ সড়ক ভেঙ্গে যায়। এ প্রকল্প বাস্তবায়নে অনিয়মের আশ্রয় নেয়ায়
এ পরি¯ি’তির সৃষ্টি হয়েছে। এ কারণে ওই উপজেলার পৈারজনা, কৈজুরি, গালা, জালালপুর
ইউনিয়নের প্রায় ১৫ গ্রামের জন সাধারণের চলাচলে চরম দূর্ভোগ পোহাচ্ছে ।
দীর্ঘদিনেও সংযোগ সড়কটি মেরামত করা হয়নি। এ দূর্ভোগ লাঘবে এলাকাবাসী
মানববন্ধনও করেছে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
(পিআইও) আব্দুল কালাম আজাদ বলেন, আমার যোগদানের আগে এ ব্রিজ নির্মিত
হয়েছে । তবে ওই ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে কোন অনিয়মের আশ্রয় নেয়া
হয়নি এবং বরাদ্ধ পেলে সংস্কার করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. কামর“জ্জামান
বলেন, ভারী বর্ষণের কারণে ওই ব্রিজের গাইড ওয়ালের পাশ থেকে মাটি সরে যাওয়ায়
সংযোগ সড়ক ভেঙে গেছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের জন্য ঠিকাদার
প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
5