Home » তারেক রহমানের শুভেচ্ছা: শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের প্রতি সৌহার্দ্য ও নিরাপত্তার বার্তা

তারেক রহমানের শুভেচ্ছা: শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের প্রতি সৌহার্দ্য ও নিরাপত্তার বার্তা

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রোববার এক লিখিত বক্তব্যে তারেক রহমান বলেন, বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সৌন্দর্যই হলো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। তিনি হিন্দু সম্প্রদায়কে উৎসব উদযাপনের পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, রাষ্ট্র ও সংবিধান অনুযায়ী, দল-মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে পবিত্র হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, “যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে বা তার অধিকার খর্ব করে, কেয়ামতের দিন আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব।”

তিনি ফ্যাসিবাদী শাসনামলে শারদীয় উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা হওয়ায় সতর্কতার প্রতি আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান।

banner

তারেক রহমান হিন্দু সম্প্রদায়কে উৎসাহ-উদ্দীপনা সহকারে নিরাপদে উৎসব উদযাপন করার পরামর্শ দেন এবং বলেন, “সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।”

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন