Home » শারদীয় দুর্গাপূজা: দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে র‍্যাব

শারদীয় দুর্গাপূজা: দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে র‍্যাব

0 মন্তব্য গুলি 3 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান র‍্যাব প্রধান।

তিনি বলেন, “আমরা আশা করছি এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারা দেশে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা দিচ্ছে।”

banner

র‍্যাব ডিজি জানান, পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহল দল মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য এবং সাইবার টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে, যাতে কেউ গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে।

তিনি বলেন, “যদি কোনো তথ্য আসে, যাচাইয়ের সুযোগ দিতে হবে। মিথ্যা হলে গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর সত্য হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ কে এম শহিদুর রহমান আরও জানান, পূজার প্রথম দিন থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও প্রতিটি ক্ষেত্রে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূজা আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, পূজামণ্ডপে দিনরাত স্বেচ্ছাসেবক রাখতে হবে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। নারী ও শিশুদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

গত বছরগুলোর মতো এবারও দুর্গাপূজা দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন র‍্যাব মহাপরিচালক।

র‍্যাব সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ২৪ সেপ্টেম্বর থেকে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে, যা চলবে ৩ অক্টোবর পর্যন্ত। পাশাপাশি র‍্যাবের ডগ স্কোয়াড গুরুত্বপূর্ণ মণ্ডপ ও স্থানে সার্বক্ষণিক স্যুইপিং কার্যক্রম চালাচ্ছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন