Home » চাঁদাবাজি মামলায় সমন্বয়ক রাব্বিসহ ৫ জন কারাগারে, রিমান্ড শুনানি কাল

চাঁদাবাজি মামলায় সমন্বয়ক রাব্বিসহ ৫ জন কারাগারে, রিমান্ড শুনানি কাল

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 1 মিনিট পড়েছেন
চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানায় করা মামলায় গ্রেপ্তার সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের সাত দিনের রিমান্ডের বিষয়ে শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ দিন ধার্য করেন।

অন্য আসামিরা হলেন আবু সুফিয়ান, আব্দুর রহমান ওরফে মানিক, হাবিবুর রহমান ফরহাদ ও শাহিন হোসেন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষে আইনজীবী মাসুদ রানা ও সুমন পারভেজ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
একইসঙ্গে রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।এর আগে আজ সকালে চাঁদা দাবির অভিযোগে আফরুজা শিল্পী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এ মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র: কালের কণ্ঠ

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন