Home » সিরাজগঞ্জে অধিগ্রহনকৃত জমির নায্যমূল্যের দাবীতে মানববন্ধন

সিরাজগঞ্জে অধিগ্রহনকৃত জমির নায্যমূল্যের দাবীতে মানববন্ধন

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাথিয়াদিগর মৌজায় ডুয়েল গেস রেলপথের
অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন করা
হয়েছে। সোমবার দুপুরের দিকে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের একটি তেল
পাম্প এলাকায় এ মানববন্ধন করেছে এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত ভূমির মালিকগণ
এক হও জোট বাধো এ স্লোগানকে সামনে রেখে এ মানববন্ধনে ভূমির
মালিকগণ কান্নাজড়িত কন্ঠে জমির দাম পূনরায় নির্ধারণের দাবি জানান।
ভূমির মালিক জমশের আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ¯’ানীয়
বিএনপি নেতা জাকির হোসেন দুলাল, ছামিদুল ইসলাম, এস এম রুবেল, কে
এম আব্দুর রশিদ খন্দকার, কে এম রায়হান কবির রানা প্রমুখ। বক্তারা বলেন, জমি
ক্রয় করতে গেলে ২ লাখ টাকা শতক অথচ রেলপথে অধিগ্রহণকৃত জমিরমূল্য
নিধারণ করেছে ৩৯ হাজার টাকা শতক। এ উপজেলার দাথিয়াদিগর মৌজায়
হাইওয়ে কর্তৃক অধিগ্রহণ করার সময় জমির মূল্য নির্ধারিত ছিল প্রায়
সাড়ে ৩ লাখ টাকা শতক। একই মৌজায় রেলওয়ে কর্তৃপক্ষ ৩৯ হাজার টাকা
নির্ধারণ করেছে। হাইওয়ে ও রেলওয়ে কর্তৃক নির্ধারিত জমির মূল্য
সম্পূর্ন রুপে অসঙ্গতিপূর্ন। এ জমির ন্যায্য মূল্য নির্ধারনের জন্য
সরকারের উর্ধ্বতন কর্তৃকপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা। ন্যায্য মূল্য না
পেলে অবরোধসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন