Home » সিরাজগঞ্জে সোনাকান্দ বিলে শাপলা নয় এবার ফুটেছে ঘাস কলমির ফুল

সিরাজগঞ্জে সোনাকান্দ বিলে শাপলা নয় এবার ফুটেছে ঘাস কলমির ফুল

পানি না থাকায় কমে যাচ্ছে বিলের আয়তন

0 মন্তব্য গুলি 6 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

এস,এম তফিজ উদ্দিন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনাকান্দ বিলের মাঝখানে এবার শাপলা নয়
ঘাস কলমির ফুল ফুটে উঠেছে। আর এ বিলের চত্বর এলাকায় রোপা আমন ধানের
সমারোহের সৃষ্টি হয়েছে। এ দৃশ্য দেখার জন্য পড়ন্ত বিকেলে নানা বয়সের মানুষের
ভীড় জমে উঠেছে বিল পাড়ে। সরজমিনে ঘুরে জেনেছি, উক্ত উপজেলার
হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা, রশিদপুর ও উলিপুর গ্রামের মাঝখানে এই
সোনাকান্দ বিল। ¯’ানীয়রা বলছেন, প্রায় ৫’শ বিঘা জমি ঘিরে এই
সোনাকান্দা বিল হিসেবে পরিচিত। পূর্ব পুরুষেরাও এ বিলে মাছ ধরা ও বিল পাড়
এলাকায় ধানসহ নানা ফসলে চাষাবাদ করেছে। ক্রমাগতভাবে এ বিলের অনেক আয়তনও
কমে গেছে এবং এ বিলের চারপাশে প্রতিবছরের ন্যায় এবারো রোপা আমন চাষ
করছে কৃষকেরা। ইতিমধ্যেই এ রোপা আমনের সমারোহ সৃষ্টি হয়েছে। বর্ষা
মৌসূমে প্রতিবছর এ বিলের মাঝখানে শাপলা ও পদ্মফুল ফুটে ওঠে। এবারও বিলের
মধ্যবর্তী স্থানে  কিছু সংখ্যক শাপলা ও পদ্মফুল ফুটে ওঠে। শারদীয় দূর্গা পূজা
উপলক্ষ্য স্থানীয়রা  এ ফুল তুলে বিভিন্ন ¯’ানে বিক্রি করে দিয়েছে। এ বিলে এবার
শাপলা ও পদ্মফুল কম হওয়ায় বিলপাড়ে তেমন লোকজনও জমে ওঠেনি। তবে এবার শাপলা ও
পদ্মফুল তেমন না ফুটলেও অস্বাভাবিক ঘাস কলমি ফুল ফুটে উঠেছে। স্থানিয়
কৃষক নবীদুল, রাজ্জাক ও ছোরহাবসহ অনেক প্রবীণ বলেছেন, বর্ষা মৌসূমে
ফুলজোড় নদীর পানিতে সোনাকান্দা বিল ভরে উঠতো। আর চলতি এ বিলে নানারকম
নৌকা ও ডিঙ্গি নৌকা এবং মাছ ধরতো দিনরাতে এলাকার লোকজন। কিš‘
কয়েকযুগ ধরে বর্ষা মৌসুমে এ বিলে পানি আসার পথ বন্ধ হওয়ায় এই
পরি¯ি’তির সৃষ্টি হয়েছে। এ অব¯’া অব্যাহত থাকলে মরাবিল হিসেবে পরিণত হবে।
তবে বর্ষার পানি না আসলেও প্রবল বৃষ্টির পানিতে ভরে ওঠে বিলের মাঝখানে। এজন্য
ওই বিলে পানি প্রবেশের  ব্যবস্থা  গ্রহনে দাবীও জানান তারা। এদিকে ওই ঘাস
কলমি ফুল ও ধানের সমারোহ দেখার জন্য প্রতিদিনই বিলপাড়ে নানা বয়সী মানুষ
আসা যাওয়া করছেন। বিশেষ করে শিক্ষার্থীসহ যুবক যুবতীরা ওই বিলের দৃশ্য
সেলফিও তুলছে। সোনাকান্দ বিলের এ দৃশ্য দেখতে প্রতিদিন পড়ন্ত বিকেলে ভীড়
জমে ওঠে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন