বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলামকে অবশেষে অন্যত্র বদলি করা
হয়েছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযানের পর বৃহস্পতিবার রাতে
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে তাকে
বদলি করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অধ্যক্ষ আমিনুল ইসলামকে বদলি করে পাবনার
সরকারি এডওয়ার্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান করা হয়েছে। তার
¯’লাভিষিক্ত হয়েছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান
মো. মুহিদুল হাসান। এর আগে ১৫ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক)
পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধরের
নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির তদন্তে কলেজ
পরিদর্শন ও বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। বদলি প্রসঙ্গে অধ্যক্ষ প্রফেসর আমিনুল
ইসলাম বলেন, ‘কর্তৃপক্ষ যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। এতে আমি
অসš‘ষ্ট নই। আমি নিজেও এত চাপ নিতে পারছিলাম না। গত বছরের ৯ সেপ্টেম্বর
প্রফেসর আমিনুল ইসলাম অধ্যক্ষ হিসেবে কলেজেটিতে যোগদান করেন। এ
অব¯’ায় অনিয়ম-দুর্নীতির বিষয়ে সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় আমিনুল
ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়। পাশাপাশি গত ২৪ আগস্ট সিরাজগঞ্জ জেলায়
দুদকের ১৮১ তম গণশুনানিতে বিষয়গুলো অভিযোগ আকারে উত্থাপিত হয়। ওই সময়
দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী অভিযোগগুলো
দুদকের তফসিলভুক্ত করে তদন্তের নির্দেশ দেন। এ অব¯’ায় ১৫ সেপ্টেম্বর দুদকের পাবনা
সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধরের নেতৃত্বে
একটি টিম কলেজ পরিদর্শন ও তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। কিছু বিষয়ে তারা
প্রমাণও পেয়েছেন বলে ওই সময় গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন দুদকের
পরিদর্শন টিমের প্রধান।