বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নাবাবিল গ্রামে চাঁদা না দেয়ায় প্রভাবশালীরা
এক খামারীর প্রায় ২’শ হাঁস নিয়ে গেছে। এ ঘটনায় ¯’ানীয় বিচার না পেয়ে
অবশেষে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত খামারী
আঃ আলিমের কাছে স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী ৩০ হাজার টাকা চাঁদা
দাবী করে এবং এ চাঁদার ৬ হাজার টাকা তাদেরকে দেয়া হয়। চাঁদার বাকি টাকা
না দেয়ায় গত ৪ সেপ্টেম্বর খামার থেকে উল্লেখিত হাঁস নিয়ে যায় তারা।
ভ’ক্তভোগী খামারি স্থানীয়ভাবে বিচার না পেয়ে এ ব্যাপারে অবশেষে ৮ জনের নাম
উল্লেখ করে শাহজাদপুর চৌকি আদালতে একটি মামলা দায়ের করেছেন। বিজ্ঞ
আদালত শাহজাদপুর থানার ওসিকে এ মামলা তদন্তে প্রদিবেদন দাখিলের নির্দেশ
দিয়েছেন। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, মামলাটি তদন্ত
শুরু হয়েছে। চাঁদা দাবির ঘটনা এখনও প্রমাণিত হয়নি। তবে হাঁস চুরির
বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ মামলার তদন্ত শেষে প্রতিবেদন
আদালতে দাখিল করা হবে বলে তিনি উল্লেখ করেন।
4
পূর্ববর্তী পোস্ট