বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির সঠিকমূল্য
নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে
কালিয়া চৌধুরী মৌজার জমির মালিকরা বুধবার দুপুরে এ মানববন্ধন করেছেন। এ
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মাহমুদ, হাজী আনোয়ার হোসেন
মন্ডল, আব্দুল ছালাম মন্ডল পান্না, বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন মন্ডল, আব্দুল্লাহ আল
মাহমুদ ও মাওলানা মুহাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বগুড়া থেকে সিরাজগঞ্জ সদর
উপজেলার শহীদ এম. মনসুর আলী স্টেশন পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের জমি
অধিগ্রহণ শুরু হয়েছে। সরকার এ জমির যে ক্ষতিপূরণ নির্ধারণ করেছে তা বর্তমান
বাজারমূল্যের চেয়ে অনেক কম। এতে ক্ষতির সম্মুখীন হ”েছন জমির মালিকরা। ন্যায়সংগত
ক্ষতিপূরণ নিশ্চিত করতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ মানববন্ধন শেষে জমির
মালিকরা জেলা প্রশাসক মো. নজরুল ইসলামের কাছে স্মারকলিপি দাখিল করেন। এ
মানববন্ধনে জমির মালিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জে রেল প্রকল্পের জমির সঠিকমূল্যর দাবিতে মানববন্ধন
17
পূর্ববর্তী পোস্ট