Home » সিরাজগঞ্জে অর্থ আত্মসাত মামলায় শিক্ষক গ্রেফতার

সিরাজগঞ্জে অর্থ আত্মসাত মামলায় শিক্ষক গ্রেফতার

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে বিপুল পরিমাণ টাকা আত্মসাত মামলায় সাবেক ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষক রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উল্লাপাড়া পৌর এলাকার
মোমেনা আলী বিজ্ঞান স্কুলের ওই পদে দায়িত্বে ছিলেন। উল্লাপাড়া মডেল থানার
ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে ঢাকার
মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই উপজেলার বিনায়েকপুর
গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে এবং ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
২০১৮ সালে ওই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ চাকরিচ্যুত হন এবং তিনি সে
সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। তার দায়িত্বকালীন সময় ভর্তি
বাণিজ্য, অতিরিক্ত বেতন আদায়, এফডিআর ভাঙানো ও একাধিক ব্যাংক
অ্যাকাউন্ট থেকে অর্থ তুলে প্রায় ৭ কোটি টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে
২০২৩ সালে আদালতের নির্দেশে আব্দুল মজিদ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে
ফিরে পান এবং ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নানা অনিয়ম দুর্নীতি প্রকাশ পায়।
এ ব্যাপারে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। এ মামলায় তিনি ওয়ারেন্টভ’ক্ত
পলাতক আসামী ছিলেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন