Home » অবশেষে বেলকুচিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি আনন্দ মেলা বন্ধের নির্দেশ

অবশেষে বেলকুচিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি আনন্দ মেলা বন্ধের নির্দেশ

0 মন্তব্য গুলি 45 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বেলকুচি সংবাদ দাতা :

শেষে সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি আনন্দমেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ দিয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় অতি সম্প্রতি সিরাজগঞ্জের বেলকুচি   প্রেস ক্লাবের নাম ব্যবহার করে প্রেসক্লাব এলাকায় বেলকুচিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি আনন্দ মেলা শুরু হয়। এ মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন পর থেকেই আনন্দমেলার নামে যাত্রা জুয়া ও অশ্লীল নৃত্য প্রদর্শনে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি বিক্ষিপ্ত জনতা এ মেলা বন্ধের জন্য সংশ্লিষ্ট প্রশাসন বরাবর অভিযোগ করেও এই মেলা বন্ধ করতে ব্যার্থ হয়। অবশেষে স্থানীয় ওলামা পরিষদ এবং বেলকুচি প্রেস ক্লাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও HRPB সিরাজগঞ্জ শাখার সভাপতি   এ্যাড.  শহীদুল ইসলাম সরকার   মেলা বন্ধে আইনগত চেষ্টা করেন। এছাড়াও বেলকুচি ওলামা পরিষদ মঙ্গলবার দুপুরে একই দাবিতে মেলা বন্ধে উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দাখিল করেন বিশেষ করে বেলকুচি থানার ওসি শহীদুল ইসলাম এ স্মারকলিপি গ্রহণের পর দ্রুতভাবে এই মেলা বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অনুরোধ জানানো হয়। এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসন অবহিত করেন এবং জেলা প্রশাসকের বিশেষ নির্দেশে এ মেলা বন্ধের নির্দেশ দেন।

উল্লেখ্য:  জনস্বার্থে  এই মেলা বন্ধের নির্দেশ দেওয়ায় বেলকুচি এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন