সিরাজগঞ্জের মাটি থেকে উঠে আসা মানুষের কথা, প্রান্তিক জীবনের সাফল্য–সংগ্রাম আর বাস্তবতার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে চলেছি। আমাদের এই যাত্রা শুধু একটি জেলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং গোটা জাতির কণ্ঠস্বরকে তুলে ধরার অঙ্গীকারেই তৃণমূলের সংবাদ ডট কম এগিয়ে যাচ্ছে।
আজকের বাংলাদেশ দ্রুত পরিবর্তনের পথে হাঁটছে। তথ্যপ্রযুক্তি, শিক্ষা, কৃষি, শিল্প—সব ক্ষেত্রেই সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে। কিন্তু এই উন্নয়নের স্রোতে পিছিয়ে পড়ছে তৃণমূলের মানুষ। তাদের সমস্যাগুলো—গ্রামীণ অবকাঠামোর দুর্বলতা, কৃষকের ন্যায্যমূল্যের অভাব, তরুণদের কর্মসংস্থানের সংকট—জাতীয় আলোচনায় যথেষ্ট জায়গা পায় না। তাই আমাদের এই পত্রিকা শুধু খবর প্রকাশে সীমাবদ্ধ নয়; বরং তৃণমূলের মানুষের দাবি–দাওয়া জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
সাংবাদিকতার মূল চেতনা হলো সত্য প্রকাশ, মানুষের পাশে দাঁড়ানো। আমরা সেই চেতনার প্রতি অঙ্গীকারবদ্ধ। কোনো স্বার্থগোষ্ঠীর চাপ নয়, কোনো ভয়ের কাছে নত হওয়া নয়—বরং জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠাই আমাদের প্রতিশ্রুতি।
জাতীয় মানের পত্রিকা হিসেবে আমরা চাই, সিরাজগঞ্জের মাটিতে দাঁড়িয়েও গোটা দেশের কথা বলতে, জনগণের স্বপ্নকে তুলে ধরতে এবং জাতির অগ্রযাত্রায় এক দৃঢ় ভূমিকা রাখতে।
তৃণমূলের শক্তিই আমাদের শক্তি, আর জনগণের বিশ্বাসই আমাদের অমূল্য সম্পদ।