বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠনের উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে ওই ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জুবায়ের হোসেন জুয়েলের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সহকারী সমন্বয়ক ও জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক শেখ মো. এনামুল হক। এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরনবী হোসাইনী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক লতিকুল ইসলাম লেলিন, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও পৌর ওলামা দলের আহ্বায়ক মাওলানা টিএম শরিফ উদ্দিন জামিল, হাবিবুর বাশার ইমন মুন্সি, শহিদুল ইসলাম জাহিদ, ইব্রাহিম খলিল ভূইয়া, রাশেল রানা শান্ত প্রমুখ।
সিরাজগঞ্জে কমিটি গঠন লক্ষ্য ওলামা দলের মতবিনিময় সভা
2
পূর্ববর্তী পোস্ট