বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি বাদল মন্ডল গুটু, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর ঘোষ শুভ এবং বহুলী ইউনিয়ন বিএনপি নেতা বোরহান উদ্দিন অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন তারা।
বুধবার দুপুরে তাদের দেখতে সিরাজগঞ্জ শহরের একটি হাসপাতালে যান জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। এ সময় তিনি অসুস্থ নেতাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন।
মির্জা মোস্তফা জামান বলেন, “আমাদের প্রিয় এই নেতৃবৃন্দ সংগঠনের জন্য দীর্ঘদিন পরিশ্রম করেছেন। তাদের সুস্থতা আমাদের সবার কাম্য। জেলা বিএনপি তাদের চিকিৎসার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে।”
তিনি অসুস্থ নেতাদের দ্রুত আরোগ্য কামনা করে দলের সকল স্তরের নেতাকর্মীদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, বাদল মন্ডল গুটু কাওয়াকোলা ইউনিয়ন বিএনপি’র দীর্ঘদিনের সভাপতি হিসেবে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীপঙ্কর ঘোষ শুভ ছাত্রদলের একজন সক্রিয় ও ত্যাগী সংগঠক হিসেবে তরুণদের রাজনীতিতে যুক্ত করতে কাজ করেছেন। অন্যদিকে বোরহান উদ্দিন বহুলী ইউনিয়ন বিএনপি’তে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে নিরলস ভূমিকা পালন করে আসছেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে অসুস্থ তিন নেতার দ্রুত সুস্থতা কামনা করেন।