বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শিক্ষা দিবস পালন করেছে। এ দিবস উপলক্ষে বুধবার সকালে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেই সাথে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, ১৯৬২ সালের ১৭ই সেপ্টেম্বর পাকিস্তান সরকারের শিক্ষানীতি বাতিলের দাবিতে আন্দোলনে নামে ছাত্রসমাজ। সেই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন মতিউর, বাবুল, জহির, আজিজ, ওয়াজিউল্লাহসহ অনেকেই। সেই থেকে দিনটিকে শিক্ষা দিবস হিসেবে পালন হয়ে আসছে। আগামী প্রজন্মকে এ ইতিহাস জানতে হবে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল সেরাজ প্রমূখ। এ কর্মসূচীতে ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে শিক্ষা দিবস পালিত
5
পূর্ববর্তী পোস্ট