Home » রবির স্থায়ী ক্যাম্পাসের মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রবির স্থায়ী ক্যাম্পাসের মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0 মন্তব্য গুলি 6 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রবির খেলাধুলা ব্যবস্থাপনা কমিটি শিক্ষার্থীদের নিয়ে এ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ খেলায় গোরা এফসি দল বনাম টেগোর ইউনাইটেড দল অংশগ্রহণ করে। দীর্ঘ ৭০ মিনিটের প্রাণবন্ত খেলা শেষে টেগোর ইউনাইটেড দল ২.০ গোলে জয় লাভ করে। প্রাণবন্ত এ খেলা চলাকালে উপস্থিত ছিলেন রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক জাবেদ ইকবালসহ খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া রবির বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করেন রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রম থাকা দরকার। আমরা দায়িত্ব নেয়ার পরে সে বিষয়ে গুরুত্ব দিয়েছি। রবির স্থায়ী ক্যাম্পাস না থাকায় খেলার মাঠের সংকট ছিল। আপনারা জানেন, গত ১৭ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত একনেক সভায় রবির স্থায়ী ক্যাম্পাস স্থাপন প্রকল্প অনুমোদিত হয়েছে। রবির জন্য নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ইতোমধ্যে মাঠের সংস্কার করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের স্থায়ী ক্যাম্পাসের মাঠে খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে পেরে আনন্দিত।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন