বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে চাঞ্চল্যকর আশরাফ আলী হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার চাঁদপাল গ্রামের আব্দুল আলিম, আবু বক্কার, মোজাম শেখ ও আব্দুর রউফ। একই মামলায় আরো ২ জনকে ২ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। তারা হলেন, ওই গ্রামের আব্দুল্লাহ ও মোস্তাফিজুর রহমান। বুধবার বিকেলের দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: ইকবাল হোসেন এ রায় দেন। ওই আদালতের পিপি শরিফ মো. শাকিল হায়দার রফিক সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত গ্রামের আশরাফ আলী একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সহকারি হিসেবে কাজ করতেন এবং ওই গ্রামের একটি রাস্তার কাজের দুই পাশ বর্ধিত করা নিয়ে আসামিদের সাথে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আসামিরা আশরাফ আলীর উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর মারা যান। এ ব্যাপারে নিহতের স্ত্রী সুফিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।
সিরাজগঞ্জে চাঞ্চল্যকর আশরাফ আলী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
6
পূর্ববর্তী পোস্ট