বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে ঘোষিত বিক্ষোভ কর্মসূচির সময় পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকাল নয়, বিকালে তাদের কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এর আগে, দলটির মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরও ইঙ্গিত দিয়েছিলেন যে, প্রয়োজনে বিসিএস পরীক্ষা শেষে কর্মসূচি পালন করা হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতের দাবিতে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হওয়ায় দায়িত্বশীল অবস্থান থেকে সময় পরিবর্তন করা হয়েছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সকালে কোনো বিক্ষোভ হবে না, শুধুমাত্র বিকেলে কর্মসূচি পালন করা হবে।
এদিন দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এবারের পরীক্ষায় অংশ নেবেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। এর মধ্যে ৩ হাজার ৪৮৭ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।
জামায়াতের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আরও কয়েকটি দল যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঘোষিত কর্মসূচিতে যোগ দেবে। পরীক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় সময় পরিবর্তনের সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।