Home » এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে একযোগে বদলি

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে একযোগে বদলি

0 মন্তব্য গুলি 5 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক:

একদিনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুইটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

একটি আদেশে মোট ৪৫৯জন কর্মকর্তাকে বদলি করা হয়। এ আদেশে পদায়ন করা কর্মকর্তাদের ২২ সেপ্টেম্বর বিকালের মধ্যে নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দ্বিতীয় আদেশে মোট ৯৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে।

banner

কয়েক মাস ধরে এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নসহ সাময়িক বরখাস্ত করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড।

সর্বশেষ ১৫ সেপ্টেম্বর মোট ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছিল এনবিআর।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন