Home » পুঠিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে তিনটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা

পুঠিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে তিনটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা

0 মন্তব্য গুলি 7 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভ্রাম্যমান অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে । বুধবার দুপুরে ওই উপজেলার ধোপাপাড়া বাজারে এ অভিযান চালানো হয় এবং অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক বিপুল বিশ্বাস। এ অভিযানকালে ওই বাজারের  ফার্মেসি, সার-কীটনাশক ও মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা হয় এবং মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে ওই তিনটি প্রতিষ্ঠানের তিন মালিক ব্যবসায়ীর বিরুদ্ধে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক বিপুল বিশ্বাস। এ অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক ও  উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর  মোঃ হাফিজ ও রাজশাহী জেলা পুলিশের  বিশেষ টিম উপস্থিত ছিলেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। #

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন