Home » বাসযাত্রীর বুকের ভেতর ঢুকে গেল বাঁশ

বাসযাত্রীর বুকের ভেতর ঢুকে গেল বাঁশ

মর্মান্তিক ঘটনা

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক:
নড়াইল-যশোর মহাসড়কে বাস ও বাঁশবোঝাই ট্রাকের সংঘর্ষে নড়াইলের এক পুলিশ কর্মকর্তা এবং আরও দুজন বাসযাত্রী নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।নিহতরা হলেন— নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫), যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন, যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর, যিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।তুলারামপুর হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ভেঙে যায় এবং বাঁশ ঢুকে পড়ে ভেতরে। ঘটনাস্থলেই মারা যান আক্তার হোসেন। গুরুতর আহত হন আবু জাফর ও এসআই নিক্কন আঢ্য।আহতদের প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে আবু জাফর মারা যান। পরে পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলেও অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। সোমবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এসআই নিক্কন আঢ্য যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা এবং নিশিকান্ত আঢ্যের ছেলে। তিনি ৩৭তম ব্যাচের আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে যোগ দেন। এর আগে তিনি র‌্যাবে কর্মরত ছিলেন। আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।এসআই নিক্কনের মৃত্যুতে নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। পরিবারের সম্মতিতে সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিজ গ্রামের বাড়ি যশোরের পুকুরিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুপুরে তার দাফন সম্পন্ন হওয়ার কথা।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন