জুলাই বিপ্লবের বর্ষপূর্তি স্মরণে আগামী ১৮ই সেপ্টেম্বর “তৃণমূলের সংবাদ ডটকম” ০৮ পাতার, ০৪ কালারের বিশেষ সংকলন পাঠকের হাতে তুলে দেওয়ার ইচ্ছা রাখি ইনশাআল্লাহ।
আমাদের সকল প্রতিনিধিসহ জুলাই বিপ্লবের স্মৃতি যারা জানেন সেই সমস্ত অভিজ্ঞ লোকের নিকট থেকে এবং সংবাদদাতাদের নিকট থেকে বিশেষ সচিত্র ফিচার ও লেখা আহ্বান করা যাচ্ছে। সম্মানীত রাজনৈতিক নেতৃবন্দ ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিচক্ষন গণমাধ্যম কর্মীদের নিকট থেকে জুলাই আন্দোলন স্মরণে তাদের বাস্তব অভিজ্ঞতা সচিত্র প্রতিবেদন আকারে আমাদের মেইলে পাঠানোর জন্য বিনীত অনুরোধ করা হলো। আমাদের ই-মেইল ঠিকানা: trinomulersongbad@gmail.com
ধন্যবাদান্তে
এ্যাড. শহীদুল ইসলাম সরকার
পরিবেশবাদী ও মানবাধিকারকর্মী
সম্পাদক ও প্রকাশক
“তৃণমূলের সংবাদ ডটকম”
মোবাইল: ০১৭১১-৯০৮০৫৫ (সম্পাদকের ব্যক্তিগত হোয়াটস এ্যাপ নাম্বার)
ব্যক্তিগত ই-মেইল: shohidsarker@gmail.com