Home » সম্পাদকীয়

সম্পাদকীয়

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

“সম্পদ রক্ষায় সচেতনতা জরুরি”

একটি সমাজ, একটি রাষ্ট্র কিংবা একটি পরিবার—সবাইকে টিকিয়ে রাখে তার নিজস্ব সম্পদ। প্রাকৃতিক সম্পদ যেমন নদী, বন, মাটি ও খনিজ, আবার মানবসম্পদ, শিক্ষিত তরুণ-যুবশক্তি কিংবা সাংস্কৃতিক ঐতিহ্য—এসবই আমাদের অমূল্য সম্পদ। দুঃখজনক হলেও সত্য, অজ্ঞতা, অবহেলা ও স্বার্থপরতার কারণে আমরা ধীরে ধীরে এসব সম্পদ নষ্ট করে ফেলছি।

আজ আমাদের নদ-নদী দূষিত হচ্ছে, বনভূমি কেটে ধ্বংস করা হচ্ছে, কৃষিজমি ভরাট করে অযথা স্থাপনা গড়ে তোলা হচ্ছে। অন্যদিকে মেধাবী তরুণরা সুযোগের অভাবে হতাশ হয়ে পড়ছে কিংবা বিদেশমুখী হচ্ছে। এভাবে রাষ্ট্র তার মূল্যবান সম্পদ হারাচ্ছে।

তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। কৃষক তার জমিকে উর্বর রাখবে, জেলে নদী রক্ষায় ভূমিকা রাখবে, অভিভাবক সন্তানকে সঠিক শিক্ষায় গড়ে তুলবে, আর স্থানীয় প্রশাসন পরিবেশ রক্ষায় কঠোর ভূমিকা নেবে—তবেই আমরা টেকসই সম্পদ রক্ষা করতে পারব।

banner

সম্পদ মানে শুধু অর্থ নয়, সম্পদ মানে জীবনধারার সব উপাদান। তাই জাতীয় উন্নয়নের স্বার্থে প্রত্যেককে নিজের অবস্থান থেকে সম্পদ রক্ষায় এগিয়ে আসতে হবে। সচেতন নাগরিক হিসেবে এটিই আমাদের প্রধান দায়িত্ব।

পোস্টগুলো পছন্দ অনুযায়ী পড়তে পারেন

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন