Home » ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু

0 মন্তব্য গুলি 6 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

স্বাস্থ্য ডেস্ক, তৃণমুলের সংবাদ ডটকমঃ
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬৩৬ জন। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া ৫ জনের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জনের মৃত্যুু হয়েছে। আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন রয়েছেন। প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫০২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ যাবত ৩৬ হাজার ৫২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। উল্লেখ্য, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৫। এছাড়া, এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৫২৭ জন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন