Home » যমুনা নদীতে আবারো পানি বাড়ছে ॥ নিম্নাঞ্চল প্লাবিত

যমুনা নদীতে আবারো পানি বাড়ছে ॥ নিম্নাঞ্চল প্লাবিত

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
উজানের ঢল ও বর্ষণে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি আবারো বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যমুনার সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে প্রায় ২৬ সেঃ মিটার পানি বেড়েছে। এ নিয়ে যমুনায় ৫ দফায় পানি বাড়লো। ইতিমধ্যেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ও হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক দিন ধরে আবারো উজানের ঢল ও দফায় দফায় বর্ষণে যমুনার পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যমুনার সিরাজগঞ্জ পয়েন্টে ১৩ সেঃ মিটার ও কাজিপুর পয়েন্টে ১৩ সেঃ মিটার পানি বেড়েছে। এতে যমুনার তীরবর্তী কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে বিভিন্ন ফসল। বিশেষ করে শাহজাদপুর, বেলকুচি ও কাজিপুর উপজেলার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া চলনবিল এলাকার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিম্নাঞ্চলেও প্লাবিত হয়েছে এবং আরো নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে। এ নিয়ে যমুনা পাড়ের মানুষের মাঝে বন্যার আশংকা রয়েছে। এছাড়া যমুনার তীরবর্তী ওই ৫টি উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। গত সপ্তাহে ভাঙ্গনে চৌহালী বেড়িবাঁধের প্রায় ৫০ মিটার বাঁধ যমুনা গর্ভে বিলীন হয়েছে। অবশ্য সেখানে ভাঙ্গন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, যমুনায় আরো কয়েকদিন পানি বাড়তে পারে। তবে তেমন বন্যার আশংকা করছি না। এ প্রতিবেদকের এক প্রশ্নাত্তরে তিনি আরো বলেন, পানি বৃদ্ধির সাথে সাথে চরাঞ্চলে ভাঙ্গন দেখা দিতে পারে। বিশেষ করে এখন বাঁধ এলাকায় নজর রাখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিবেদকঃ এস,এম তফিজ উদ্দিন, স্টাফ রিপোর্টার, আলোকিত বাংলাদেশ।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন