Home » সিরাজগঞ্জে মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা

সিরাজগঞ্জে মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের (সাসেক প্রকল্প-২) উপ-প্রকল্প ব্যবস্থাপক সরফরাজ হোসাইন, ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের প্রকল্প পরিচালক রেজাউল করিম, ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নেজামুল ইসলাম ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ প্রমূখ। এ সভায় বক্তারা বলেন, ঢাকা-বগুড়া মহাসড়কের ওই এলাকায় আর যেন দূর্ঘটনা না ঘটে সে বিষয়ে প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। সেজন্য পাশের রাস্তা খুলে দেয়া, সড়কের গাছ অপসারণ ও রোড ডিভাইডার নির্মাণের আশ্বাস দেন। এ সময় সওজ বিভাগ (সাসেক প্রকল্প-২) এর কর্মকর্তাগণ, পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শুক্রবার সকালে উল্লেখিত এলাকায় স্থানীয় বিএনপি নেতা আসাদ আলী সরকার সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান। এছাড়া কয়েকমাসে একই এলাকায় সড়ক দূর্ঘটনায় প্রায় ২০ জন নারী পুরুষ প্রাণ হারিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন