তৃণমূলের সংবাদ ডেস্ক:
রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সংলগ্ন এলাকায় দালালবিরোধী বিশেষ অভিযান চালিয়ে র্যাবের হাতে গ্রেপ্তার চারজকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-২ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন-আবু সালেহ (২৬), আয়নাল হক (৬৫) মো. সুজন (২৮), ও স্বপন পাঠান (৩৬)।
সালেহ, আয়নাল এবং সুজনের ১০ দিনের এবং স্বপনকে ৭ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞপ্তিতে র্যাব-২ বলছে, “সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেওয়া প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি ৫ থেকে ৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য প্রলুব্ধ করে।”
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কেউ দালালদের প্রস্তাবে রাজি না হলেও তাদেরকে ত্যক্ত বিরক্ত করা হয় বলে জানিয়েছে র্যাব।