Home » সম্পাদকীয়

সম্পাদকীয়

0 মন্তব্য গুলি 5 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের কণ্ঠস্বর— গণমানুষের আস্থা

বাংলাদেশের সাংবাদিকতার মূল শক্তি হলো সাধারণ মানুষ। শহরের প্রান্তিক এলাকা থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত জনপদ— সর্বত্রই মানুষ তাদের সমস্যার কথা, সংগ্রামের কথা, আবার স্বপ্ন ও সম্ভাবনার কথা শোনাতে চায়। কিন্তু অনেক সময় মূলধারার গণমাধ্যমে এসব কণ্ঠস্বর যথাযথভাবে প্রতিফলিত হয় না।

তৃণমূল সংবাদপত্র সেই অভাব পূরণের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে। এ পত্রিকার লক্ষ্য শুধু খবর পরিবেশন নয়, বরং সাধারণ মানুষের স্বার্থ, অধিকার ও উন্নয়নের দাবিকে সামনে নিয়ে আসা। স্থানীয় সমস্যা যেমন— কৃষকের ন্যায্যমূল্য না পাওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট, স্বাস্থ্যসেবার ঘাটতি কিংবা খেলাধুলার মাঠ হারিয়ে যাওয়া— এসব বিষয়ে নির্ভীকভাবে কথা বলাই তৃণমূলের উদ্দেশ্য।

আমরা বিশ্বাস করি, গণতন্ত্রের ভিত্তি মজবুত হয় তখনই, যখন তৃণমূলের মানুষ তাদের কথা বলার স্বাধীনতা পায়। আর সেই কথাগুলো সংবাদপত্রে প্রতিফলিত হলে শাসকগোষ্ঠী থেকে শুরু করে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষিত হয়।

banner

তৃণমূল সংবাদপত্র তাই কোনো দল, গোষ্ঠী বা স্বার্থের নয়; এটি জনগণের। আমরা স্বপ্ন দেখি— এই কাগজটি হবে গ্রামীণ বাস্তবতার আয়না, হবে সংগ্রামের সাহস, আর হবে উন্নয়নের প্রেরণা।

তৃণমূলের কণ্ঠস্বরকে শক্তিশালী করা মানেই দেশকে এগিয়ে নেওয়া।

পোস্টগুলো পছন্দ অনুযায়ী পড়তে পারেন

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন