Home » বিগত কয়েক বছরে চীনের বিনিয়োগ বেড়েছে ৩০০% শতাংশ : বাণিজ্য উপদেষ্টা

বিগত কয়েক বছরে চীনের বিনিয়োগ বেড়েছে ৩০০% শতাংশ : বাণিজ্য উপদেষ্টা

0 মন্তব্য গুলি 8 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক:
চীন ও বাংলাদেশের যৌথ সক্ষমতা ও সহযোগিতা জোরদারের বার্তা নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ’ প্রদর্শনী। গতকাল শুক্রবার ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) দুই দিনব্যাপী ওই প্রদর্শনী শুরু হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, ‘আমাদের পারস্পরিক সহযোগিতা ও ভাবনা আদান-প্রদান করার প্ল্যাটফর্ম হলো এই প্রদর্শনী। এর মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সংযোগ স্থাপন করা সম্ভব।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত কয়েক বছরে বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে। তবে এখনো অনেক দুর্বলতা রয়ে গেছে, যেগুলো খুঁজে বের করে সমাধান করতে হবে। বিশেষ করে উৎপাদন ও প্যাকেজিং খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরো এগিয়ে যেতে পারবে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হলেও সামগ্রিক অগ্রগতিতে এখনো পিছিয়ে রয়েছে।

এ জন্য অবকাঠামো ও পরিবহনব্যবস্থার উন্নয়ন জরুরি।

banner

তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর যে হারে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায়, সেটি ভয়াবহ। তাই সড়ক অবকাঠামো উন্নয়ন ও পরিবহন সক্ষমতা বৃদ্ধিতে চীনের সহযোগিতা চাই।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে চলমান আলোচনা প্রসঙ্গে সেখ বশির উদ্দিন বলেন, আগামী রবিবার এ বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে।

আলোচনায় শুল্ক কাঠামোর রূপ নিয়ে বিস্তারিত আলাপ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা ছাড়াও ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ও উইং প্রধান মিরানা মাহরুখ এবং বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলোর সংগঠন চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) সভাপতি হান কুনসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। চীনা দূতাবাস আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশের আটটি ও চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন, লজিস্টিকসসহ বিভিন্ন খাতের দেশি-বিদেশি কম্পানি, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা ও প্রযুক্তিবিদরা এতে অংশ নিচ্ছেন। দর্শকদের জন্য উন্মুক্ত প্রদর্শনীটি আজ শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন