Home » জয়ে দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ

জয়ে দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ

0 মন্তব্য গুলি 3 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক:

টানা তিনটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে বাংলাদেশ। এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শুরুতে লিটন দাসদের প্রতিপক্ষ হংকং।

আবি ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

হংকংয়ের বিপক্ষে হারের তেতো স্মৃতিও আছে বাংলাদেশের। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের মাটিতে মাত্র ১০৮ রানে গুটিয়ে গিয়ে ২ উইকেটে হেরেছিল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দল।

banner

সেই বাংলাদেশ দলের কেউই নেই বর্তমান দলে। তবে হংকং দলে আছেন দুই জন বাবর হায়াত ও নিজাকাত খান।

চলতি আসরে শুরুটা ভালো হয়নি হংকংয়ের। আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৯৪ রানে গুটিয়ে গিয়ে দলটি হেরেছে ৯৪ রানে।

তিন টেস্ট খেলুড়ে দেশের উপস্থিতিতে ‘বি’ গ্রুপে গুরুত্বপূর্ণ হতে পারে রান রেট। জয়ের পাশাপাশি রানে রেটেও হয়তো নজর রাখবেন তানজিদ হাসান-পারভেজ হোসেনরা।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন