Home » সিরাজগঞ্জে হুরাসাগর নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হুরাসাগর নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0 মন্তব্য গুলি 6 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হুরাসাগর নদীর মোয়াখেলা নামকস্থান থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ হতভাগ্য যুবকের পরিচয় এখনও মেলেনি। শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন কৃষক ওই নদীর উল্লেখিত স্থানে কস্তুরি পরিষ্কার করতে যায়। এ সময় ওই যুবকের লাশ দেখতে পায়। এ সংবাদে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং বৃহস্প্রতিবার সকালে তার লাশ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, ওই যুবক কোথাও যাওয়ার পথে নদীতে ডুবে মারা গেছে এবং তার শরীরের কোথাও আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন, মানসিক ভারসাম্যহীন ওই যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। হতভাগ্য এ যুবকের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা হয়েছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন