Home » দুই দিন বন্ধ থাকার পর চালু হলো ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর

দুই দিন বন্ধ থাকার পর চালু হলো ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর

0 মন্তব্য গুলি 5 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক:

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) দুই দিনের স্থবিরতায় বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। বুধবার বিমানবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা কমিটির বৈঠকে সিদ্ধান্তের পর সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছিল। জেনারেশন জেড নেতৃত্বাধীন আন্দোলন সহিংস রূপ নিলে কাঠমান্ডু উপত্যকায় নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। গথাটারসহ বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বিমানবন্দর ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছিল।

এদিকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) পুনরায় চালু হওয়ার পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর থেকেই নিয়মিত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে নেপালের বেসরকারি সংস্থা বুদ্ধ এয়ার।

banner

বুধবার এক গণবিজ্ঞপ্তিতে এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা এখন থেকে সংস্থার সরকারি ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, বিভিন্ন অনলাইন পোর্টাল ও ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।

 

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন